কষ্টরা কেন হাসছে? আবার ঘুমের ঘোরে কাদঁছে?
মুচকি মুচকি হাসছে, স্মৃতি ঘেটে গোপন ব্যথা সামনে নিয়ে আসছে?
পরিস্থিতি কঠিন হচ্ছে, বুকের ব্যথাও বাড়ছে।
কিছুক্ষণ পর পর হাত-পা গুলো অবশ হয়ে যাচ্ছে?
এমন কেন হচ্ছে? আমার মন যে কি খুঁজছে।
আচরে আচরে দেহ ক্ষত বিক্ষত হচ্ছে, খুব রক্ত ঝড়ছে, তবু আরাম কেন লাগছে?
বুকের মাঝের পাথর কেন আস্তে আস্তে বাড়ছে?
অন্ধকার হচ্ছে, আলো নিভে যাচ্ছে।
মর্গে হয়তো আমার জন্য সীট খালি হচ্ছে।
আমার হাত-পা কেন কাপঁছে?
চোখের সামনে নিথর দেহ পচে গলে যাচ্ছে।
কাঁকেরা সব কই, ডাক শকুনের দল।
এখনো কেন শান্তির আশায় মন উচাটন হচ্ছে?
কই? সবাই কেন হাসছে, মনে মনে খুব বুঝি গালিগালাজ করছে।
তাই চোখের সামনে খুব সজোরে বিদঘুটে ভাবে হাসছে।