কি নির্লজ্জ আমি – লজ্জাহীন ভালোবাসায় অনুতপ্ত
      উত্তাপে জ্বলেপুরে ছাই – এখন আমার কিছু হারানোর নাই
      তবু আছে। রোজই পুরে যাই, ভাবি এতো জ্বালানি কোথা থেকে পাই
      তাই ভালোবাসাকেই পোড়াই ; হচ্ছে না শেষ বাড়ছে খুব বেশ
      অবহেলা যুক্ত হচ্ছে সাথে ।
      তবে এ আর নতুন কি-
      হচ্ছে রোজই- ঘুম থেকে উঠে চায়ের কাপে
      সিগারেটের টান অথবা ব্রক্ষ্মপূত্রের স্রোতে
      হালকা শীতেও কল্পণাতে – কীবোর্ডের ট্যাপট্যাপ শব্দে
      হাতের কলম অথবা গানের সুরে,
      প্রতিটা মুহুর্তে ভাবি সেই রমণীরে
      নয় সে কল্পণা – অবাস্তব আল্পণা
      বাগানের সবচেয়ে সুন্দর ফুল
      না ঝড়া বকুল; লাল টকটকে জবা
      অথবা ভোরের উষ্ণতা;
      কংক্রিটের শহরে এক মাত্র ছন্দ-
      হাজার বছরের মহাকাব্য
      আমার গল্পের রমণী –
      না সে বনলতা না সে রূপা
      তার চেয়েও ছন্দময়ী
      অন্দ্রিলা সে।
      আমি এক বোকা প্রেমিক;
      ঝড়ে পড়া এক পাতা হয়ে
      রাত্রী ভালোবেসে; অমাবস্যায় চাঁদকে ভেবে যাই,
      তাই অনুতাপের উত্তাপে; ভালোবাসার চাপে
      রোজ রোজ পিষে যাই।