20.09.2025
নিঃসঙ্গতা কবিতা Feo Avif
নিঃসঙ্গতা

আমরা নিঃসঙ্গতায় সঙ্গ খুঁজি, নিজের মত মানুষ খুঁজি, নিজের মত মানুষ বানাই, খুব কাছে এলে, দূরে সরে গিয়ে আবার একলা হই।

আমরা এমনি, সঙ্গিহীন, সঙ্গহীন অথবা নিরুদ্দেশ;
যাই করি নাই করি, নিজের মত মানুষ খুঁজে জীবন পার করি।

By Feo Avif 1 Min Read