এখন গভীর রাত –
জোরেশোরে বাজিছে কুকুরের হাক-ডাক
তার দেয়া আমার কোন নাম না থাকা সুরে,
প্যাঁচারা গাইছে গান।
প্রেমাতাল আমি প্রেমিকার অপেক্ষায় –
নয় সে ভ্রম, রোজই আসে হালকা ঘুমে
গভীর ভাবে হচ্ছে আলোচনা
যাচ্ছে চলে শেষে – নিরুদ্দেশে
এক অনুতাপ আর হাহাকার রেখে।
ডাকি তারে রুক্ষদেবী – জাদুকরী
রূপ নয় – এক মোহে বাধা আমি
চলে যেতে চেয়েও হচ্ছেনা যাওয়া
কিসের যেন টান ও মায়া
কিছুটা পেলেও পড়ত না খরা
তবে সে চায় না ঘোর বর্ষা
দোষ কি তাতে ? এমনি সে ; আমিই বোকা প্রেমিক
জেনে শুনে ফাঁসির দড়ি পড়ছি গলায়
লাগছে কিন্তু বেশ।
Part 3