এ আর এমন কি ? রোজ ঘটে –
রাতের ঘুম- দুপুরে অলসতা – বিকেলের আড্ডায়
হাতে সিগারেট, বুক ভরা ধোয়া আর চায়ের কাপ
প্রচন্ড মাথা ব্যথা অথবা খুশিতে
রাস্তায় হেটে যাওয়া রমণীতে
কোন প্রিয় যায়গা- প্রিয় ফুল – প্রিয় ঘ্রাণে
অচেনা শহরে – মনে পরে।
আমি ভাবি সেই রমণীরে – নয় সে সুভা
নয় বনলতা – অপরূপ কেউ জন
ডাকি অন্দ্রিলা তারে।
Part 2