আমরা নিঃসঙ্গতায় সঙ্গ খুঁজি, নিজের মত মানুষ খুঁজি, নিজের মত মানুষ বানাই, খুব কাছে এলে, দূরে সরে গিয়ে আবার একলা হই। আমরা এমনি, সঙ্গিহীন, সঙ্গহীন অথবা নিরুদ্দেশ; যাই করি নাই করি, নিজের মত মানুষ খুঁজে জীবন পার করি।
See Moreএ আর এমন কি ? রোজ ঘটে – রাতের ঘুম- দুপুরে অলসতা – বিকেলের আড্ডায় হাতে সিগারেট, বুক ভরা ধোয়া আর চায়ের কাপ প্রচন্ড মাথা ব্যথা অথবা খুশিতে রাস্তায় হেটে যাওয়া রমণীতে কোন প্রিয় যায়গা- প্রিয় ফুল – প্রিয় ঘ্রাণে অচেনা শহরে – মনে পরে।
See More
কষ্টরা কেন হাসছে ? আবার ঘুমের ঘোরে কাদঁছে ?
মুচকি মুচকি হাসছে,
স্মৃতি ঘেটে গোপন ব্যথা সামনে নিয়ে আসছে ?
পরিস্থিতি কঠিন হচ্ছে , বুকের ব্যথাও বাড়ছে
কিছুক্ষণ পর পর হাত-পা গুলো অবশ হয়ে যাচ্ছে ?
এমন কেন হচ্ছে? আমার মন যে কি খুজছে