Social Poems Contact @CodeFrom
Feo
Pinned Issue
NO. 01
Avif
18.09.2025

নিঃসঙ্গতা

By Feo Avif 1 Min Read

আমরা নিঃসঙ্গতায় সঙ্গ খুঁজি, নিজের মত মানুষ খুঁজি, নিজের মত মানুষ বানাই, খুব কাছে এলে, দূরে সরে গিয়ে আবার একলা হই। আমরা এমনি, সঙ্গিহীন, সঙ্গহীন অথবা নিরুদ্দেশ; যাই করি নাই করি, নিজের মত মানুষ খুঁজে জীবন পার করি।

See More
Love
19.09.2025

মায়াবী ব্যথা

By Feo Avif 1 Min Read

এ আর এমন কি ? রোজ ঘটে – রাতের ঘুম- দুপুরে অলসতা – বিকেলের আড্ডায় হাতে সিগারেট, বুক ভরা ধোয়া আর চায়ের কাপ প্রচন্ড মাথা ব্যথা অথবা খুশিতে রাস্তায় হেটে যাওয়া রমণীতে কোন প্রিয় যায়গা- প্রিয় ফুল – প্রিয় ঘ্রাণে অচেনা শহরে – মনে পরে।

See More
Silent
19.09.2025

কষ্টের হাসি

By Feo Avif 1 Min Read

কষ্টরা কেন হাসছে ? আবার ঘুমের ঘোরে কাদঁছে ? মুচকি মুচকি হাসছে, স্মৃতি ঘেটে গোপন ব্যথা সামনে নিয়ে আসছে ?

পরিস্থিতি কঠিন হচ্ছে , বুকের ব্যথাও বাড়ছে কিছুক্ষণ পর পর হাত-পা গুলো অবশ হয়ে যাচ্ছে ? এমন কেন হচ্ছে? আমার মন যে কি খুজছে

See More
The smallest things are the rarest to find. Let everything happen to you. Beauty and terror. Just keep going.No feeling is final. To live is the rarest thing in the world. Most people exist, that is all.
Featured Articles
See All
1
19.09.2025
আটপৌরে কাঁটা
মস্ত বড় মরিচিকায় আটকে গেছি; ধোঁকা জীবন মানেই দুঃস্বপ্নের করুণ ধোকা ছন্ন ছাড়া আটপৌরে আশা। কিছু অদ্ভুত ভালোবাসা যদিও মনে হয় খুব কাছের। বিশ্বাসযোগ্য আশ্রয়স্থল তবু আট আনার জীবনে ছয় আনাই মিথ্যা; হা হা
2
19.09.2025
রাজনীতি ও ভালোবাসা
দেখা হবে রাজপথে ফুটপাতে মহাসড়ক অবরোধে হবে আন্দোলন ; চিৎকারে অথবা নীরবতায় ভাষণে ভাষণে মুখরিত চারদিক। আমি দলীয় প্লেকার্ডে মাথায় কালো কাপড় তুমি বিরোধীদলীয় নেত্রী। আমি শুধু প্রেম বুঝি সর্বস্ব দিতে জানি। আমি অকুতোভয় বীর
3
19.09.2025
কবিতন্ত্র
রাস্তার প্রতিটা দেয়ালে কবিতা হতো প্রেমিক তার প্রেমিকার; সম্পর্কের বিচ্ছেদ বহুদূর নীল শাড়ি পরে কেউ পার্কে ঘোরে; প্রেমিকেরা পাঞ্জাবি দামি রেস্টুরেন্টের বদলে পার্ক ছোলা বুট আর বাদাম চলে।
4
19.09.2025
নিষ্ঠুরানন্দ
কেউ ভালো নেই। নেই সাধারণ থেকে অসাধারণ নেই রাজা থেকে রাজনৈতিক ; ভালো নেই ভিক্ষুক দশ তালা ফ্লাটের মালিক। রোদ! কাউকেই ছাড়েনা। শুধু এসির নিচে বসে লাট সাহেব জানেনা; রোদের কি জ্বালা।
5
19.09.2025
আক্ষেপের আশা
আমি অবুঝ মানব সারাজীবনই করেছি ভূল স্বভাবে স্বজ্ঞানে ও আবেগে; তাই ভূল হতে বাঁচতে শেষ ভূলকেই করব কবুল তাই এই শেষ রাতে স্বপ্নগুলো ছিঁড়ছি অবিরত নিচ্ছি বিদায় তুমি তোমার তাদের থেকে,
6
19.09.2025
অসীম ঘুম
জীবনের এক কূলে এসে বেকুল আমি নেই, নেই পথ এগুবার। কেমন ক্লান্তি লাগে, অসীম ঘুমে তলিয়ে যাই ভার করা বুক আর মেদহীন হাড় নিয়ে ক্লান্ত পায়ে হেটে যাই বন্ধুর পথে।
Leave Your Old Life Behind
Don't try to be like someone else, be yourself. Be secure with yourself.